আলীকদমে ত্রিপুরা পল্লীতে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৬ পিএম, ১৯ এপ্রিল ২০১৬

বান্দরবানের আলীকদমের তিন ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় আলীকদমের পানবাজারের ত্রিপুরা পল্লীতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনগণ। মঙ্গলবার সন্ধ্যায় আলীকদমের পানবাজারে তিনটি বাসায় অগ্নিসংযোগ করে তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তিন গরু ব্যবসায়ীর জানাজা শেষে বিক্ষুব্দ জনতা পানবাজারে ত্রিপুরা পল্লীতে অগ্নিসংযোগ করে। এতে মতিরাম ত্রিপুরার
বসতঘর পুড়ে যায়। তবে জনচন্দ্র ত্রিপুরা ও চিরমনি ত্রিপুরার ঘরে অগ্নিসংযোগ করা হলেও স্থানীয়দের সহায়তায় তা রক্ষা পায়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। বাজারের বেশির ভাগ দোকাট পাট বন্ধ রয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথবাহিনী সদস্যরা এবং ওই এলাকায় সেনাবাহিনী, বিজিবি এবং অতিরিক্ত পুলিশের টহল জোরদার করা হয়েছে।

আগুনে বসতবাড়ি হারিয়ে মতিরাম ত্রিপুরা জানান, সন্ধ্যায় বিক্ষুব্দ জনতার একটি মিছিল আসে বাড়ির সামনে। পরে আমার বসতঘরে আগুন দেয়। আগুনে আমার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপেল্লু রাজু নাহা জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সেনা-বিজিবি এবং পুলিশের টহল জোরদার করা
হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২৮ কিলোমিটার এলাকা থেকে তিন গরু ব্যবসায়ী মো. সাহবুদ্দিন, মো. আবু বক্কর ও আবছার আলীকে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর সোমবার দুপুরে ওই এলাকার একটি পাহাড়ের ঝিরির পাশ থেকে তাদের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চার আদিবাসীকে গ্রেফতার করা হয়।

সৈকত দাশ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।