ডিসির ঝটিকা সফরে মুহূর্তেই বিদ্যুৎ ফিরে পেলো স্কুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ০৬ মে ২০২৪

সকাল ৯টা। সাড়ে ৮টা থেকে শ্রেণি কার্যক্রম শুরুর সময় নির্ধারণ থাকলেও তখনো বিদ্যালয়ের অফিস কক্ষে শিক্ষকরা কুশল বিনিময় আর খোশগল্পে ব্যস্ত। এদিকে ২৪ দিন বন্ধ থাকার পর স্কুলের কার্যক্রম পরিদর্শনে বের হয়ে শ্রেণিকক্ষে হাজির স্বয়ং জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। তবে এ সময় বিদ্যুৎ সংযোগ অকেজো ছিল স্কুলে। ডিসির এমন আকস্মিক সফরে বিদ্যালয়ের অকেজো বিদ্যুৎ সংযোগ মুহূর্তেই সচল হয়।

রোববার (৫ মে) ফেনী শহরতলীর পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দাবদাহের কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার সময় পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ অকেজো হয়ে পড়ে। বিষয়টি জেনে স্কুলে ছুটে যান জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। প্রচণ্ড গরমে কোনো শিক্ষার্থী যাতে অসুস্থ হয়ে না পড়ে সেজন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেন তিনি। কিছুক্ষণ পরই বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়। ফলে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে আসে।

এ সময় প্রধান শিক্ষক শামীমা আক্তার ছাড়াও তৎসংলগ্ন পাঁচগাছিয়া আক্রামুজ্জামান খান স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফকির আহম্মদ ফয়েজ, সহকারী প্রধান ইসমত আরা বেগম, গভর্নিং বডির সদস্য আবু আইয়ুব আনসারী শামীম ও স্থানীয় ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিসির ঝটিকা সফরে মুহূর্তেই বিদ্যুৎ ফিরে পেলো স্কুল

পরবর্তীতে জেলা প্রশাসক পাঁচগাছিয়া আক্রামুজ্জামান খান স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের কম্পিউটার ল্যাব পরিদর্শন ও শিক্ষকদের দ্রুত সময়ের মধ্যে সর্বজনীন পেনশন স্কিমের আওতাভুক্ত হওয়ার নির্দেশনা দেন।

পাঁচগাছিয়া প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি গোলাম মোস্তফা বিটু জানান, বিদ্যুৎ সংযোগ অকেজো থাকার বিষয়টি প্রধান শিক্ষক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। তারা যথাযথ ব্যবস্থা নেননি। জেলা প্রশাসক আকস্মিক সফরে যাওয়ায় বিষয়টি সমাধান হয়েছে।

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, দাবদাহের কারণে বেশ কয়েকদিন স্কুলগুলো বন্ধ ছিল। স্কুল খোলার পর শিক্ষক-শিক্ষার্থীদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটি দেখার জন্য কাউকে না জানিয়ে হঠাৎ করে ঝটিকা সফরে বের হই। শ্রেণিকক্ষে গিয়ে দেখি ফ্যান চলছে না। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ক্লাস করতে পারে সেজন্য বিষয়টি তাৎক্ষণিক সমাধান করা হয়েছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ অথবা অন্য কোনো সমস্যা থাকলে দ্রুত সমাধানের জন্য নির্দেশনা রয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।