নিজ কক্ষে মিললো আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০৬ মে ২০২৪

বগুড়ার আদমদীঘিতে মোখলেসুর রহমান (৬০) নামের এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ মে) দুপুরে আদমদীঘি বাজার এলাকায় ভাড়া বাসার শয়নকক্ষে ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মোখলেসুর রহমান উপজেলার বিনাহালী গ্রামের মৃত ইসমাইল হোসেন মণ্ডলের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোখলেসুর রহমান তার স্ত্রী চাটখইর মাদরাসার সহকারী শিক্ষক আফরোজা বেগমকে নিয়ে ওই ভাড়া বাসায় থাকতেন। তার প্রথম স্ত্রী গ্রামের বাড়ি থাকেন। সোমবার দুপুরে সবার অগোচরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মোখলেসুর রহমান। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।