বাস থামিয়ে তল্লাশি, এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ০৭ মে ২০২৪

নাটোরে এক হাজার পিস ইয়াবাসহ বুদু মোল্লা (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৬ মে) দিনগত রাত সাড়ে ৩টায় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৭ মে) দুপুর আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞেপ্তিতে পুলিশ বিষয়টি নিশ্চিত করে।

গ্রেফতার বুদু মোল্লা নাটোরের লালপুর উপজেলার শিবনগর গ্রামের আজের মোল্লার ছেলে।

জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় সুপার সনি নামে একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। বাসটি থেকে এক হাজার পিস ইয়াবাসহ বুদু মোল্লাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামালা করা হয়েছে।

রেজাউল করিম রেজা/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।