ভাঙা রেললাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০৮ মে ২০২৪

নাটোরের বাগাতিপাড়া লোকমানপুর রেলস্টেশন এলাকায় রেললাইন ভেঙে ছয় ইঞ্চির মতো ফাঁকা হয়ে গেছে। বর্তমানে ওই জায়গায় বস্তা গুঁজে ধীরগতিতে রাজশাহী রুটের ট্রেন চলাচল করছে।

বুধবার (৮ মে) সকালে উপজেলার লোকমানপুর রেলস্টেশন এলাকায় এমনই চিত্র দেখা গেছে।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের এ অঞ্চলের রেললাইনগুলো প্রায় ৫০ বছরের পুরোনো। ফলে এ রেললাইনের ধারণক্ষমতা কমে গেছে। এজন্য কিছু কিছু স্থানে চাপে রেললাইনগুলো ভেঙে যায়। সকালে একটি কমিউটার ট্রেন চলাচলের সময় স্থানীয় লোকজন রেললাইন ভাঙা দেখতে পান। পরে আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন, প্রায় ছয় ইঞ্চির মতো ভেঙে গেছে।

মহাব্যবস্থাপক আরও বলেন, এটা তেমন কোনো বিপজ্জনক নয়। ওই স্থানে ১০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করছে। রেললাইনের ভাঙা স্থানে মেরামত কাজ চলছে। খুব শিগগির রেললাইন স্বাভাবিক হবে।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।