৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১১:৫৭ এএম, ০৯ মে ২০২৪

পাবনার ঈশ্বরদীর মুলাডুলিতে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতির ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) সকাল ৮টা ১০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে বুধবার দিনগত রাত ৩টার দিকে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ বলেন, রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস প্রচেষ্টায় লাইনচ্যুত ট্রেন দ্রুত সচল করা হয়েছে।

শেখ মহসীন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।