ঝিনাইদহে ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের বর্ষা নির্বাচিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০৯ মে ২০২৪

ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচনে আবারও বর্ষা নামে তৃতীয় লিঙ্গের একজন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহ সদর উপজেলা থেকে তিনি নির্বাচিত হন।

বুধবার (৮ মে) রাতে সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কামরুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।

বর্ষা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৪২৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আরতী দত্ত পেয়েছেন ২৩৩৫২ ভোট।

এর আগে জেলার কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় লিঙ্গের পিংকি খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন।

এছাড়া কালীগঞ্জ উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। তিনিও বর্তমান পরিষদে দায়িত্ব পালন করছেন।

নির্বাচিত হয়ে বর্ষা জানান, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এজন্য আমি আনন্দিত। আমি ঝিনাইদহবাসীর প্রতি কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, সমাজে আমরা অবহেলিত। সবাই হিজড়াদের অন্য চোখে দেখে। আমি নির্বাচিত হয়েছি। এখন আমি কাজ দিয়ে প্রমাণ করতে চাই, হিজড়ারাও অন্যদের মত উন্নয়নে অবদান রাখতে পারে। হিজড়ারা যে সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ তা প্রমাণ করতে চাই।

প্রথম ধাপের এ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ঝিনাইদহ পৌর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান মাসুম। তিনি ৫০ হাজার ৭৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দী জেএম রসিদুর আলম পান ৪৩ হাজার ১৭০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে সদর থানা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক এনামুল হক এনাম ৪০৭০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল্লাহ ইবনে আব্বাস পেয়েছেন ৪০৩২০ ভোট।

 

আব্দুল্লাহ আল মাসুদ/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।