কালীগঞ্জে নির্বাচিত তিন চেয়ারম্যানই একপাড়ার
ঝিনাইদহের কালীগঞ্জে একই পাড়া থেকে নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান। বুধবার (৮ মে) প্রথম ধাপের নির্বাচনে তারা বেসরকারিভাবে নির্বাচিত হন। এ নিয়ে ওই এলাকায় আনন্দের বন্য বয়ে যাচ্ছে।
নির্বাচিত চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন কালীগঞ্জ পৌরসভাধীন আড়পাড়া বিহারী মোড় এলাকার ও ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল আড়পাড়ার নদীপাড়া এলাকার বাসিন্দা।
বিজয়ী চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহানাজ পারভীন এরআগে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে দ্বায়িত্ব পালন করছিলেন। এছাড়া বিজয়ী শফিকুজ্জামান রাসেল পৌরসভার নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।
প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে শিবলী নোমানী ৪২ হাজার ৬৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিয়ার রহমান পান পাঁচ হাজার ৫৭২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে শফিকুজ্জামান রাসেল ২৯ হাজার ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিচুর রহমান পান ১৫ হাজার ৯৩২ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহানাজ পারভীন ৩৫ হাজার ৬৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিথি রানী বিশ্বাস ২৩ হাজার ৯৭৭ ভোট পান।
আড়পাড়ার কাচারি রোডের বাসিন্দা জামাল হোসেন জানান, উপজেলা নির্বাচনে তিন চেয়ারম্যানই আমাদের পাড়ার। এটা আনন্দের। আমরা তাদের নিয়ে গর্বিত। তারা কালীগঞ্জবাসির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।
বিজয়ী চেয়ারম্যান শিবলী নোমানী জানান, আমি ও শাহানাজ পারভীন চলতি পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমরা কালীগঞ্জ উপজেলার প্রতিটি মানুষের দ্বারে দ্বারে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। এসময়ে আমরা মানুষের জন্য উল্লেখযোগ্য কিছু করতে না পরলেও সুখে-দুঃখে তাদের পাশে ছিলাম।
এছাড়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার মহোদয়ের সঙ্গে রাজনীতি করার কারণে প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে সাক্ষাত হয়েছে। সকাল দুপুর রাতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে গিয়েছি। যে কারণে মানুষ আমাদের ভোট দিয়েছে।
অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী শফিকুজ্জামান রাসেল নতুন হলেও সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকায় উপজেলার মানুষ তাকে ভালোভাবে চেনে। যে কারণে তাকে ভোট দিতে ভুল করেনি। তবে, যেভাবেই হোক কালীগঞ্জবাসি আমাদের তিনজনকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমরা এখন কালীগঞ্জবাসির। আমরা এখন ভোটারদের সেবা করতে চাই। সকলের সহযোগিতা চাই।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/এএসএম