নানার কবরে শায়িত হলেন আসিম জাওয়াদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৬:০০ পিএম, ১০ মে ২০২৪

চট্টগ্রামের পতেঙ্গায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ মে) বিকাল সোয়া ৩টার দিকে মানিকগঞ্জ শহরের সেওতা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় নানার কবরে তাকে সমাহিত করা হয়।

এর আগে বাদ জুমা শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিমানবাহিনী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

দুপুর পৌনে ১২ টার দিকে ঢাকা থেকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে মানিকগঞ্জে মরদেহ পৌঁছে আসিম জাওয়াদের। এসময় স্বজনদের কান্নায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তাকে একনজর দেখতে জড়ো হন স্বজন ও এলাকাবাসী। বিমান থেকে নামিয়ে মরদেহ রাখা হয় লাশবাহী ফ্রিজিং গাড়িতে।

নানার কবরে শায়িত হলেন আসিম জাওয়াদ

আরও পড়ুন:

নানার কবরে শায়িত হলেন আসিম জাওয়াদ

আসিম জাওয়াদের মামা সুরুজ খান জানান, মৃত্যু সংবাদ শোনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এনেছে। শেষ বারের মতো একনজর দেখতে স্টেডিয়ামে বহু মানুষ ভিড় করে। সবাই তাকে ভালোবাসে। অনেক মেধাবী ছিলেন তিনি। বাবা-মা তাকে ডাক্তার-ইঞ্জিনিয়ার বানাতো চাইলেও স্বপ্ন ছিল পাইলট হওয়ার। হয়েছিলেনও তাই কিন্তু অকালে প্রাণ ঝড়ে গেলো।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বসের ঘটনায় প্রাণ স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের। তিনি মা-বাবার একমাত্র সন্তান। দুই সন্তানের জনক আসিম ছিলেন মেধাবী ও একজন দক্ষ বৈমানিক।

বি.এম খোরশেদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।