৮ শিক্ষকের মাদরাসায় পরীক্ষার্থী দুজন, পাস করেনি কেউই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১২ মে ২০২৪

চাঁপাইবাবগঞ্জের গোমস্তাপুরে বজ্রনাথপুর দাখিল মাদরাসায় মোট শিক্ষকের সংখ্যা আটজন। এবার মাদরাসাটি থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল দুই পরীক্ষার্থী। তবে তাদের কেউই পাস করতে পারেনি।

রোববার (১২ মে) প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বজ্রনাথপুর দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট এজাজুল হক বলেন, এবার দাখিল পরীক্ষা দিতে বজ্রনাথপুর দাখিল মাদরাসা থেকে ফরম পূরণ করেছিল মাত্র আটজন শিক্ষার্থী। তাদের মধ্য থেকে দুজন পরীক্ষায় অংশ নেয়। কিন্তু তারা সবাই ফেল করেছে।

ফলাফল খারাপ হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। এখানে আটজন শিক্ষক আছেন। তারা কেউই বেতন-ভাতা পান না। যে কারণে তারা অন্য কাজ করেন। তারা ক্লাস নিতে আগ্রহী নন।’

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, আমরা প্রতিষ্ঠানটিকে পর্যবেক্ষণে রাখবো। পাশাপাশি এবারের ফলাফল কেন এত খারাপ হলো তা অবশ্যই যাচাই-বাছাই করা হবে।

সোহান মাহমুদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।