এসএসসি
যশোরে শতভাগ পাস ৪২২ স্কুল, শতভাগ ফেল নেই
যশোর শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় এবার দুই হাজার ৫৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করেছে ৪২২টি স্কুলের শিক্ষার্থীরা। তবে কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠান নেই একটিও।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ।
তিনি জানান, গতবছর যশোর বোর্ডের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠা শার্শা উপজেলার সাড়াতলা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরার তালা উদয়ন মাধ্যমিক বিদ্যালয় ও নড়াইলের মুলাদি তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীই অনুত্তীর্ণ হয়েছিল। এবছর কেউ পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠান নেই। ২০২২ সালে এমন প্রতিষ্ঠান ছিল একটি।
এবার শতভাগ পাসের প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। গতবছর এ সংখ্যা ছিল ১৯৩টি। এবার দ্বিগুণেরও বেশি বেড়ে ৪২২টিতে দাঁড়িয়েছে। তবে ২০২২ সালে শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫১৩টি।
মিলন রহমান/এসআর/জেআইএম