বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ১৩ মে ২০২৪

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের গুলিতে আমজাদ আলী (৪৮) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন।

সোমবার (১৩ মে) ভোর ৪টায় উপজেলার পুটখালী সীমান্তে এ ঘটনা ঘটেছে। আমজাদ আলী পোর্ট থানার পুটখালী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সুকচাঁদ আলীর ছেলে।

আহতের পরিবার সূত্র জানায়, ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শটগানের গুলি ছোঁড়ে। এতে পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তে বাংলাদেশি গরু ব্যবসায়ী আমজাদ আলী গুলিবিদ্ধ হন। পরে সহকর্মীদের সহযোগিতায় বাড়ি ফিরে এলে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করে।

পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গাফফার জানান, গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাকে গুলি করে। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে খুলনা-২১ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে একজন আহত হয়েছেন এমন খবর পেয়েছি। তার পরিচয় পাইনি।

এর আগে এ সীমান্তে গত ৩ এপ্রিল বিএসএফের রাবার বুলেটে শফিকুল ইসলাম ওরফে ডালিম (৩২) ও পিয়াস বাবু (৩৫) নামে দুই বাংলাদেশি আহত হয়েছিলেন।

মো. জামাল হোসেন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।