ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ের (৬০) এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মে) দুপুরে মোবারকগঞ্জ রেলস্টেশন সংলগ্ন চাঁচড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হাটছিলেন। ট্রেন আসলেও তিনি লাইন থেকে সরেননি। ফলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার কোনো পরিচয় পাওয়া যায়নি।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/এমএস