পোল্ট্রির বিষ্ঠা ব্যবহার, মৎস্য চাষিকে ৫০ হাজার টাকা জরিমানা
যশোরের অভয়নগরে পোল্ট্রি মুরগির বিষ্ঠা ব্যবহার করায় আজিজুর রহমান সরদার (৫০) নামে এক মৎস্য চাষিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ মে) বিকেলে উপজেলার ধোপদী গ্রামের উলু বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযুক্ত মৎস্য চাষি আজিজুর রহমান সরদার উলু বটতলা এলাকার মৃত ইউনুস সরদারের ছেলে।

এ বিষয়ে শামীম হোসাইন জাগো নিউজকে বলেন, মাছের খাবার হিসেবে পোলট্রির বিষ্ঠা ব্যবহার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে অভিযান চালানো হয়। এসময় আজিজুর রহমান সরদারের ঘের থেকে ৩০ বস্তা পোল্ট্রির বিষ্ঠা জব্দ করা হয়। মৎস্য ও মৎস্যপণ্য আইনে ঘের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে এলাকাবাসীর সামনে জব্দকৃত ৩০ বস্তা বিষ্ঠা বিনষ্ট করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক, স্থানীয় ইউপি মেম্বার আজিজুর গাজী, অভয়নগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন ।
মিলন রহমান/এনআইবি/এমএস