পাঁচদিনে সোনা মসজিদ দিয়ে এলো ৯৯৭ মেট্রিক টন পেঁয়াজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ১৪ মে ২০২৪
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পাঁচদিনে ৯৯৭ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। মঙ্গলবার (১৪ মে) বিকেলে পানামা পোর্ট লিংকের ম্যানেজার মো. মাইনুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ৯ মে থেকে স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজও (মঙ্গলবার) পাঁচটি ভারতীয় ট্রাকে করে ১০০ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে এসেছে।

সোনা মসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সোমির ঘোষ বলেন, ৯ মে থেকে এখন পর্যন্ত ৯৯৭.৪০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। পর্যায় ক্রমে আরও আসবে।

এর আগে ৪ মে থেকে পেঁয়াজ আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সরকার। পরে ৫ মে কৃষি মন্ত্রণালয়ের খামারবাড়িতে ইমপোর্ট পারমিটের (আইপি) জন্য আবেদন করেন ব্যবসায়ীরা।

সোহান মাহমুদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।