খালে ডুবে চাচাত ভাইবোনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১৭ মে ২০২৪
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খালে ডুবে চাচাত ভাইবোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মে) দুপুরে উপজেলাধীন চৌডালা ইউনিয়নের মোমিন পাড়া গ্রামে বাড়ির পাশে খেলার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা উপজেলাধীন চৌডালা ইউনিয়নের মোমিন পাড়া গ্রামের দাউদ আলীর ছেলে ফাহিম আলী (৪) ও মফিজুল ইসলামের মেয়ে ফারহানা(৩)। তারা সম্পর্কে চাচাত ভাইবোন।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে খেলা করছিল ফাহিম ও ফারহানা। এসময় সবার অগোচরেই খালে পড়ে যায় তারা। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাড়ির পাশের পুকুরে খেলছিল দুই শিশু। এ সময় পুকুরে ডুবে মারা যায় তারা। এ ঘটনায় থানায় ইউডি মামলা করে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সোহান মাহমুদ/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।