নির্বাচনী সমাবেশে খিচুড়ির আয়োজন, প্রার্থীর সমর্থককে জরিমানা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১৭ মে ২০২৪

পাবনার ঈশ্বরদীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারের এক সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সাত ডেকচি খিচুড়িও জব্দ করা হয়।

শুক্রবার (১৭ মে) বিকেলে উপজেলার বাঘইল গ্রামে তরিকুল ইসলাম ভাদুর বাড়িতে অভিযান চালিয়ে এসব খিচুড়ি জব্দ ও জরিমানা করা হয়। অভিযুক্ত ভাদু উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক।

নির্বাচনী সমাবেশে খিচুড়ির আয়োজন, প্রার্থীর সমর্থককে জরিমানা

জানা যায়, চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল গ্রামে তরিকুল ইসলাম ভাদুর বাড়িতে নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত জনতার জন্য খিচুড়ি খাওয়ার আয়োজন করা হয়।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহদত হোসেন খান সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় সাত ডেকচি খিচুড়ি জব্দের পাশাপাশি তরিকুল ইসলাম ভাদুকে ১০ হাজার জরিমানা করা হয়।

এ বিষয়ে শাহদত হোসেন খান জাগো নিউজকে বলেন, নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করে সমাবেশের জন্য অভিযুক্তের বাড়ির পাশে খোলা স্থানে খিচুড়ি রান্না হয়েছিল। পরে জব্দকৃত খিচুড়ি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

 

শেখ মহসীন/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।