গাজীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১৮ মে ২০২৪
ফাইল ছবি

গাজীপুর শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৯টায় গলদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা আক্তার (৪৫) ওই গ্রামের মো. নূর হোসেনের স্ত্রী।

নিহতের ছেলে জহিরুল ইসলাম জানান, তার মা ফাতেমা আক্তার শনিবার সকালে নানার বাড়িতে ধান শুকানোর কাজ করছিলেন। বৃষ্টি আসছে দেখে তিনি উঠান থেকে ধান ওঠাতে যান। এসময় বজ্রপাত হলে তার মা মাটিতে পড়ে যান। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা জানান, ওই নারীকে সকাল সাড়ে ১০দিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তানসেন চৌধুরী জাগো নিউজকে জানান, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। বজ্রপাতে তার শরীরের বাম পাশ ঝলসে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মো. আমিনুল ইসলাম/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।