সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:২১ পিএম, ১৯ মে ২০২৪

সিরাজগঞ্জের বেলকুচিতে অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতবাড়ির তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেন।

রোববার (১৯ মে) সকালে উপজেলার চন্দনগাঁতী দক্ষিণ পাড়া গ্রামের কৃষক মনোদেবের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় কাউন্সিলর ফজলুর রহমান ফজল জাগো নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বিদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হয়। এরপর আগুন ছড়িয়ে পড়লে দ্রুত সময়ের মধ্যে তিনটি ঘর পুড়ে যায়। এর মধ্যে ফায়ার সার্ভিস আসলেও রাস্তা যথেষ্ট প্রশস্ত না হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

সিরাজগঞ্জ, অগ্নিকাণ্ড, কৃষকসিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই

কৃষক মনোদেব জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তার প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বেলকুচি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুর ইসলাম জাগো নিউজকে বলেন, এ অগ্নিকাণ্ডের খবর শুনেই সেখানে আমাদের টিম সেখানে রওনা করে। তবে সেখানে রাস্তাটি বেশ সরু। রাস্তার দুপাশে গাছের নিচু ডালপালা থাকায় আমরা ঘটনাস্থলে গাড়ি নিয়ে পৌঁছাতে পারিনি। পরে হেঁটে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণ করেছেন।

এম এ মালেক/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।