লক্ষ্মীছড়ির স্থগিত দুই কেন্দ্রের ভোটগ্রহণ ২৯ মে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ২০ মে ২০২৪

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ৮ মে স্থগিত হওয়া দুই কেন্দ্রের ভোটগ্রহণ ২৯ মে অনুষ্ঠিত হবে।

রোববার (১৯ মে) বাংলাদেশ নির্বাচন কমিশনের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

সোমবার (২০ মে) লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া ভোটগ্রহণের তারিখ নির্ধারণের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

তিনি জানান, লক্ষ্মীছড়ি উপজেলার ৮ নম্বর দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৩ নং যতিন্দ্র পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।

এর আগে ৮ মে নির্বাচনের দিন রাত ১০টার দিকে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অনীক চৌধুরী ১১ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।

লক্ষ্মীছড়ির স্থগিত দুই কেন্দ্রের ভোটগ্রহণ ২৯ মে

ঘোষিত ফলাফলে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সাথোয়াই অং মারমা (আনারস) বেসরকারি ফলাফলে ১২৬ ভোটে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ছয় হাজার ১৭০ ভোট। অন্যদিকে সুপার জ্যোতি চাকমা (কৈ মাছ) পেয়েছেন ছয় হাজার ৪৪ ভোট। স্থগিত দুই কেন্দ্রের মোট ভোটার রয়েছে পাঁচ হাজার ৫৩৬ ভোট।

এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রতন বিকাশ চাকমা টিউবওয়েল প্রতীকে ছয় হাজার ৭৩৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। রাজেন্দ্র চাকমা চশমা প্রতীকে পেয়েছেন চার হাজার ২৪৩ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয় হাজার ২০২ ভোট পেয়ে ফুটবল প্রতীকের অয়ক্রই প্রু মারমা এগিয়ে আছেন। মিনুচিং মারমা পদ্মফুল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২২৩ ভোট।

মুজিবুর রহমান ভুইয়া/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।