পরিচয় দিতেন এমপির এপিএস, গ্রেফতারের পর জানা গেলো প্রতারক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ২০ মে ২০২৪

জামালপুর-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের এপিএস পরিচয়ে নেতাকর্মীদের সঙ্গে প্রতারণার অভিযোগে আবু হুরাইরা (খালিদ) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ মে) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

হুরাইরা নাটোরের সিংড়া উপজেলার বালুয়া বাসুয়া এলাকার জিয়াদুল ইসলামের ছেলে।

পরিচয় দিতেন এমপির এপিএস, গ্রেফতারের পর জানা গেলো প্রতারক

এসপি জানান, আবু হুরাইরা একজন পেশাদার প্রতারক। তিনি নিজেকে আওয়ামী লীগ নেতার এপিএস পরিচয়ে দলীয় এমপি-মন্ত্রীসহ সরকারি কর্মকর্তাদের বিভিন্ন প্রলোভনে ফাঁদে ফেলতেন। এরই ধারাবাহিকতায় নিজেকে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের এপিএস পরিচয় দিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (১৯ মে) রাতে বগুড়ার গাবতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে জামালপুর সদর থানা পুলিশ।

হুরায়রা একসময় বাংলাদেশ বেতারের রেডিও টেকনিশিয়ান পদে চাকরি করতেন জানিয়ে এসপি বলেন, প্রতারণার জন্য তার চাকরি চলে যায়। তার বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে।

নাসিম উদ্দিন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।