ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় মারা গেলেন আনসার সদস্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ২১ মে ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় সাহিদা খাতুন (৩৪) নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নাইমুড়ি কৃষান উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (২১ মে) দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

সাহিদা খাতুন একই উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া দক্ষিণপাড়া গ্রামের সাকাওত হোসেনের স্ত্রী।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুকুল হোসেন।

তিনি বলেন, দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাহিদা খাতুন। দ্রুত তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনুসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা সুলতানা জাগো নিউজকে বলেন, ওই নারী আনসার সদস্য ব্রেন স্ট্রোক করে মারা গেছেন।

এম এ মালেক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।