বগুড়ায়

দুই লাখ ডিম মজুত, হিমাগার মালিকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২২ মে ২০২৪

বগুড়ায় হিমাগারে ডিম মজুতের অভিযোগে কাফেলা কোল্ড স্টোরেজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ মে) দুপুরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বৃহস্পতিবারের মধ্যে মজুত দুই লাখ ১৮ হাজার ১৭৯ পিস ডিম দ্রুত বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান। তিনি জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরির জন্য ডিম মজুত করা হয়েছিল। মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে ।

তবে কাফেলা কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক আব্দুল হান্নান বলেছেন, সবজি ও ফলের সঙ্গে ডিম সংরক্ষণের অনুমোদন থাকার পরও জরিমানা করা হয়েছে।

সপ্তাহখানেক সদরের নুনগোলায় সাথী কোল্ড স্টোরেজে এক লাখ ও পাশের কাহালু উপজেলার আফরিন কোল্ড স্টোরেজ থেকে অবৈধভাবে মজুদ প্রায় পাঁচ লাখ ডিম সাতদিনের মধ্যে বাজারে সরবরাহের নির্দেশ দিয়েছিল ভ্রাম্যমাণ আদালত।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।