টিকটকের আড়ালে অসামাজিক কাজ, দুই তরুণ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ২৫ মে ২০২৪

ফরিদপুরের সালথায় টিকটকের আড়ালে বিভিন্ন অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ মে) ভোরে উপজেলার রামকান্তপুর এলাকার বিশ্বাস বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন, সালথার রামকান্তপুর এলাকার বকুল মোল্যার ছেলে তুহিন মোল্যা (১৮) ও একই এলাকার ছমির বিশ্বাসের ছেলে শাফায়েত বিশ্বাস (২০)।

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক জাগো নিউজকে বলেন, গ্রেফতার দুই তরুণ টিকটকার হিসেবে পরিচিত। তারা টিকটকের আড়ালে এলাকায় নানাবিধ অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত। স্থানীয় একটি মারামারির ঘটনায়ও তারা জড়িত। এসব কারণে তাদের গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের দুপুরে জেলা আদালতে পাঠানো হয়েছে।

এন কে বি নয়ন/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।