রাঙ্গামাটিতে থেমে থেমে বৃষ্টি, পাহাড় ধসের শঙ্কা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২৭ মে ২০২৪

সকাল থেকে রাঙ্গামাটিতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এদিকে পাহাড়ের পাদদেশে বসবাসকারী স্থানীয়দের দুর্ঘটনা এড়াতে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন।

সোমবার (২৭ মে) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে।

রাঙ্গামাটিতে থেমে থেমে বৃষ্টি, পাহাড় ধসের শঙ্কা

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাহাড় ধসে সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় রাঙ্গামাটি পৌর এলাকায় ২৯টি এবং জেলার ১০ উপজেলায় ৩২২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সদরসহ প্রতিটি উপজেলায় একটি করে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়াও পুলিশ, আনসার, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংগঠনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

রাঙ্গামাটিতে থেমে থেমে বৃষ্টি, পাহাড় ধসের শঙ্কা

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জাগো নিউজকে জানান, আমরা পাহাড় ধস মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক রয়েছি। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ধরনের অসুবিধা দেখলে যেন জনসাধারণ নিকটতম আশ্রয়কেন্দ্রে চলে যায়, সেজন্য বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে।

রাঙ্গামাটিতে থেমে থেমে বৃষ্টি, পাহাড় ধসের শঙ্কা

এর আগে ২০১৭ সালের পাহাড় ধসে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে ১২০ জন মারা যায়।

সাইফুল উদ্দীন/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।