পাহাড়ি ঢলে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২৮ মে ২০২৪

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বর্ষণে রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।

জানা যায়, টানা ও অতিবর্ষণে পাহাড়ি ঢলে কাঁচালং নদীর পানি বেড়ে বাঘাইছড়ির অন্তত তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে মধ্যমপাড়া, মাস্টারঘোনা, লাইনাপাড়ার প্রায় ১০-১২ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

পাহাড়ি ঢলে বাঘাইছড়ির নিম্মাঞ্চল প্লাবিত

এদিকে, মারিস্যা বাঘাইছড়ি-দিঘিনালা সড়কের চার কিলো, আটকিলো এবং ১২কিলো নামক এলাকায় গাছ ও পাহাড়ের মাটি পড়ে সড়কপথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে মাটি অপসারণে কাজ শুরু করেছে সড়ক বিভাগ।

অপরদিকে, খাগড়াছড়ির দিঘিনালা ও সাজেক সড়কের কবাখালি এলাকায় পাহাড়ি ঢলে সড়ক পানিতে তলিয়ে গেছে। ফলে সাজেকগামী যানচলাচল বন্ধ রয়েছে।

পাহাড়ি ঢলে বাঘাইছড়ির নিম্মাঞ্চল প্লাবিত

এর আগে সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ১৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্র।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার জানান, মোবাইল নেটওয়ার্ক ঠিক মতো পাওয়া যাচ্ছে না। ফলে সার্বিক পরিস্থিতির খবর পেতে বিঘ্ন ঘটছে। পাহাড়ি ঢলে উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টি এখন কমেছে। বৃষ্টি বাড়লে আরও গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কয়েক স্থানে গাছ পড়ে সড়ক যোগাযোগ বিছিন্ন রয়েছে।

সাইফুল উদ্দীন/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।