শিক্ষা একটি চলমান আন্দোলন : ঢাবি উপাচার্য


প্রকাশিত: ১০:৫২ এএম, ২২ এপ্রিল ২০১৬

চুয়াডাঙ্গায় আয়োজিত শিক্ষা সমাবেশের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক বলেছেন,  শিক্ষা একটি চলমান আন্দোলন। এ আন্দোলন সবসময়ই চলতে থাকবে।

শুক্রবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে জেলা পরিষদ প্রশাসক মাহাফুজুর রহমান মনজুর উদ্যোগে এ শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি। সভায় বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক প্রফেসর ড. আব্দুস সালাম, জেলা প্রশাসক সায়মা ইউনুস, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী শেখ হামিম হাসান ও পুলিশ সুপার রাশীদুল হাসান উপস্থিত ছিলেন।

সভার শুরুতে জেলা পরিষদ প্রশাসক মাহাফুজুর রহমান মনজু স্বাগত বক্তব্য রাখেন।

সালাউদ্দিন কাজল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।