আগের রাতে টাকা বিতরণের অভিযোগে আটক ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:১৯ এএম, ২৯ মে ২০২৪

বগুড়ার শাজাহানপুরে ভোটের আগের রাতে নিজের পক্ষে ভোট নিতে মরিয়া হয়ে ওঠেন প্রার্থী ও তাদের একনিষ্ঠ কর্মীরা। এমনই এক ঘটনায় টাকা বিতরণের অভিযোগে স্থানীয়দের হাতে আটক হন এক চেয়ারম্যান প্রার্থীর ৩ কর্মী। এ সময় টাকার ব্যাগসহ আরও ২ কর্মী কৌশলে দ্রুত পালিয়ে যান বলে নিশ্চিত করেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের রামপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম, এসিল্যান্ড জান্নাতুল নাইম এবং থানার ওসি শহিদুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানা হেফাজতে নেন।

আটকরা হলেন, উপজেলার আমরুল ইউনিয়নের নগর আমরুল পাড়া গ্রামের মৃত দানেশ উদ্দিনের ছেলে লুৎফর রহমান (৬৫), একই গ্রামের মৃত নিজাম উদ্দিন প্রামানিকের ছেলে সাবেক ইউপি সদস্য আজিজার রহমান (৬৮) এবং জাদুবপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে কামরুজ্জামান (৪৮)। আটকরা সবাই আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ভিপি সাজেদুর রহমান সাহীনের কর্মী।

থানার ওসি শহিদুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া খবরে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হাতে আটক ৩ ব্যক্তিকে থানা হেফাজতে রাখা হয়েছে। আটকদের মধ্যে লুৎফর রহমান নামে এক ব্যক্তি হৃদরোগী হওয়ায় ইউএনওর পরামর্শে তাকে তার স্বজনদের জিম্মায় দেওয়া হবে। আটকরা সবাই আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মী।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।