ফরিদপুরে ভারতীয় ভিসা কেন্দ্র চালুর দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১২:০০ পিএম, ৩১ মে ২০২৪

ফরিদপুরে ভারতীয় ভিসা কেন্দ্র চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৩১মে) সকাল ১০টার দিকে জেলা প্রেস ক্লাবের সামনে ফরিদপুর উন্নয়ন পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এম এ জলিলের সভাপতিত্বে মানববন্ধনে লেখক মফিজ ইমাম মিলন, সংস্কৃতিকর্মী অশোক কুমার সিংহ রায়, অধ্যক্ষ মোসায়েব হোসেন ঢালী, সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ শিলা রানী মণ্ডল, ফরিদপুর নাগরিক মঞ্চের আহ্বায়ক আওলাদ হোসেন বাবর ও আবরাব নাদিম ইতু প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, নানা কারণে ফরিদপুরে ভারতীয় ভিসা কেন্দ্র জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। এখানে ভারতীয় ভিসা কেন্দ্র চালু হলে শুধু ফরিদপুর নয় আশপাশের জেলার মানুষ সুবিধা পাবে। তাদের সময় ও অর্থ দুটোই বাঁচবে।

এন কে বি নয়ন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।