আমতলীতে বাণিজ্যমেলায় প্রভাব বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭


প্রকাশিত: ১২:০৬ এএম, ২৩ এপ্রিল ২০১৬

বরগুনার আমতলী উপজেলায় শিল্প ও বাণিজ্য মেলার মাঠে প্রভাব বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিন জনের নাম জানা গেছে। তারা হলেন, ফরিদ (৩৫), আতিক (২৫), সবুজ (২৭)। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আমতলীতে চলমান শিল্প ও বাণিজ্য মেলার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় প্রভাবশালী দু’টি গ্রুপের মধ্যে বিরোধ দেখা দেয়। এই বিরোধের জের ধরে রাতে এই দুই গ্রুপের সংঘর্ষ বাধলে, তারা একে অপরের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে ফরিদ, সবুজ এবং আতিকসহ অন্তত সাতজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি বলেও জানান তিনি।

মো. সাইফুল ইসলাম মিরাজ/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।