প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ৩১ মে ২০২৪

সিরাজগঞ্জের তাড়াশে বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ মামলায় রবিন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।  

বৃহস্পতিবার (৩০ মে) রাতে উপজেলা ধোপাগাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রবিন একই উপজেলার বিনশারা গ্রামের মানিক কর্মকারের ছেলে।

শুক্রবার (৩১ মে) সকালে র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২০ মে সন্ধ্যায় এক আত্নীয় মারা যাওয়ায় বাক প্রতিবন্ধী কিশোরীকে চাচা মানিক কর্মকারের কাছে রেখে যান তার মা। এরপর দাফন কার্য শেষে রাত ৯টার দিকে বাড়িতে আসলে বাদীর ভাসুর এবং শাশুড়িকে তাদের ঘরে বসে থাকতে দেখেন। কিশোরীর মা তার বাক প্রতিবন্ধী মেয়ের কান্না দেখে শাশুড়িকে কান্নার কারণ জিজ্ঞাসা করেন। তার শাশুড়ি জানান, রবিন ধর্ষণ করে পালিয়ে গেছে।

পরে এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে তাড়াশ থানায় একটি ধর্ষণ মামলা করেন। পরবর্তীতে র‍্যাব-১২ এর ছায়াতদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত রবিনকে গ্রেফতার করে র‍্যাব।

এম এ মালেক/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।