বগুড়ায় নির্বাচন চলাকালে বিভিন্ন অভিযোগে আটক ২১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ০৫ জুন ২০২৪
প্রতীকী ছবি

বগুড়ার তিন উপজেলায় নির্বাচন চলাকালে বিভিন্ন অভিযোগে ২১ জনকে আটক করা হয়েছে। বুধবার (৫ জুন) ভোট চলাকালীন সময়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে শেরপুর উপজেলায় ছয়জন, নন্দীগ্রামে ৯ জন ও ধুনট উপজেলায় ছয়জন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটকেন্দ্রে যেতে বাধা ও এজেন্টের কাছে মোবাইল থাকার অভিযোগে ধুনটে ছয়জনকে আটক করা হয়েছে। শেরপুর উপজেলায় প্রথমে চারজনকে আটক করে থানায় আনা হয়। এরপর আরও দুজনকে আটক করা হয়। এদিকে নন্দীগ্রাম উপজেলায় বিভিন্ন অভিযোগে তিন কেন্দ্র থেকে ৯ জনকে আটক করা হয়েছে। এছাড়াও ধুনট উপজেলায় ছয়জনকে আটক করা হয়।

জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়েস জানান, নির্বাচন চলাকালে তিন উপজেলা থেকে ২১ জনকে আটক করা হয়েছে।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।