নাগেশ্বরীতে আ. লীগ ৪, বিদ্রোহী ৪, জাপা ৫, বিএনপি ১
তৃতীয় ধাপের নির্বাচনে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এর মধ্যে ৪টিতে আওয়ামী লীগ প্রার্থী, ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, ৫টিতে জাতীয় পার্টি, ১টিতে জাপার বিদ্রোহী প্রার্থী, একটিতে বিএনপি ও একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
শনিবার ভোট গণনা শেষে জেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন এসব তথ্য জানান।
নির্বাচিতরা হলেন :
ইউনিয়ন : রায়গঞ্জ
বিজয়ী : আব্দুল্লাহ আল ওয়ালিদ মাসুম (আওয়ামী লীগ)
ইউনিয়ন : সন্তোষপুর
বিজয়ী : লিয়াকত আলী লাকু (আওয়ামী লীগ)
ইউনিয়ন : রামখানা
বিজয়ী : আব্দুল আলিম (আওয়ামী লীগ)
ইউনিয়ন : কেদার
বিজয়ী : মাহবুব হোসেন (আওয়ামী লীগ)
ইউনিয়ন : নুনখাওয়া
বিজয়ী : শাহাবুল হোসেন (আওয়ামী লীগ বিদ্রোহী)
ইউনিয়ন : বেরুবাড়ী
বিজয়ী : আব্দুল মোত্তালেব (আওয়ামী লীগ বিদ্রোহী)
ইউনিয়ন : বামনডাঙ্গা
বিজয়ী : আমজাদ হোসেন (জাতীয় পার্টি)
ইউনিয়ন : ভিতরবন্দ
বিজয়ী : আমিনুল হক খন্দকার বাচ্চু (জাতীয় পার্টি)
ইউনিয়ন : নেওয়াশি
বিজয়ী : আমজাদ হোসেন (জাতীয় পার্টি)
ইউনিয়ন : কালিগঞ্জ
বিজয়ী : মতিয়ার রহমান (জাতীয় পার্টি)
ইউনিয়ন : কচাকাটা
বিজয়ী : আব্দুল আউয়াল (জাতীয় পার্টি)
ইউনিয়ন : বল্লভের খাস
বিজয়ী : আকমল হোসেন (জাতীয় পার্টির বিদ্রোহী)
ইউনিয়ন : বল্লভের খাস
বিজয়ী : আকমল হোসেন (জাতীয় পার্টির বিদ্রোহী)
ইউনিয়ন : হাসনাবাদ
বিজয়ী : গোলাম মাওলা বাবলু (বিএনপি)
ইউনিয়ন : নারায়ণপুর
বিজয়ী : মজিবর রহমান (বিএনপি বিদ্রোহী)
নাজমুল/এমএএস/আরআইপি