সোনারগাঁয়ে দুই বাড়িতে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ০৮ জুন ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের সেকেরহাট গ্রামে দুই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ জুন) দিনগত রাতে উপজেলার জামপুর ইউনিয়নের সেকেরহাট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (৮ জুন) দুপুরে সোনারগাঁ থানায় পৃথক দুটি অভিযোগ করা হয়েছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে ১০-১২ জন মুখোশধারী তার বাড়িতে হানা দেয়। বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৮০ হাজার টাকা, ছয় ভরি সোনার অলংকার ও মোবাইলসেটসহ প্রায় সাড়ে সাত লাখ টাকার মূল্যবান মালপত্র লুট করে নিয়ে যায়।

অন্যদিকে একই গ্রামের পনির হোসেনের বাড়িতে ডাকাতরা হানা দিয়ে গেইটের তালা ভেঙ্গে আলমারিতে থাকা নগদ ৫০ হাজার টাকা ও আড়াই ভরি সোনার অলংকার লুট করে নিয়ে যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, ডাকাতির ঘটনায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি গুরুত্বে সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতিতে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

রাশেদুল ইসলাম রাজু/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।