সবজির ট্রাকে মিললো ৪৪৮ বোতল ফেনসিডিল, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ০৯ জুন ২০২৪

ঝিনাইদহে ট্রাক ভর্তি সবজির মধ্যে ফেনসিডিল নিয়ে পাচারের সময় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ জুন) তাদের আদালতে সোপর্দ করা হয়।

এর আগে শনিবার (৮ জুন) রাতে সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বকন্ডিয়া গ্রামের মুসা করিমের ছেলে অমেদুল হক ও দৌলতদিয়া হাতিকাটা গ্রামের আবুল হোসেনের ছেলে রাসেল আহম্মেদ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, চুয়াডাঙ্গার জীবননগর থেকে ট্রাক ভর্তি সবজির মধ্যে বিশেষ কায়দায় লুকানো ফেনসিডিল ঢাকায় পাচার হচ্ছে এমন সংবাদ পাওয়া যায়। পরে সদর থানা পুলিশ মধুপুর এলাকায় চেকপোস্ট বসায়। এসময় একটি মিনি ট্রাকের গতিরোধ করে তল্লাশিকালে সবজির মধ্য থেকে ৪৪৮ বোতল ফেনসিডিল পাওয়ায় যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করে আসামিদের গ্রেফতার দেখানো হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।