কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন ৪ ভারতীয়

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ১০ জুন ২০২৪

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ভারতীয় চার নাগরিককে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ। সোমবার (১০ জুন) দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

এ সময় যশোর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলর মো. মঈনুল হক আল মামুন, ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আযহারুল ইসলাম, বিজিবি চেকপোস্ট আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

ফেরত যাওয়া ভারতীয় নাগরিকরা হলেন, বিহার রাজ্যের পূর্ব চ্যাম্পারান জেলার মুসা ঘরোয়া এলাকার জগন্নাথ দাসের ছেলে মাহেন্দ্র দাস (৪৮), সমন্তিপুর জেলার বসরাঘাট থানার বেগুছড়া এলাকার বর্মাজি নানার ছেলে সুনীল কুমার সানি (৪৭), পিলিবিট জেলার গেজের আউলা থানার রামনগরিয়া গ্রামের কালু পালের ছেলে রাম পাল (৫০) ও পশ্চিমবঙ্গ জেলা সদরের পালরি গ্রামের বিক্রম পাঞ্জাবির ছেলে রাজকুমার (৫২)।

পুলিশ জানায়, ২০২১ সালে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন তারা। এ কারণে বিজিবি তাদের আটক করে থানায় সোপর্দ করে। পরে আদালত তাদের চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আযহারুল ইসলাম জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে আটক হন ওই চার ভারতীয়। বিভিন্ন মেয়াদে সাজা শেষে আজ তারা দেশে ফিরে গেলেন।

মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।