গড়াই নদে পড়ে স্কুলছাত্র নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ১০ জুন ২০২৪

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদের চরে বেড়াতে গিয়ে আমান হাসান (১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান চালাচ্ছে।

সোমবার (১০ জুন) সকাল ১০টার দিকে জানিপুর ঘাট সংলগ্ন এলাকা আট সহপাঠী মিলে গড়াই নদের চরে আসে আমান হাসান। সেখানে নদী রক্ষা বাঁধের ব্লকে দাঁড়িয়ে থাকা অবস্থায় পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হয় আমান। সে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল ওই ছাত্রকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ জানান, সহপাঠীরা মিলে স্কুল থেকে নদীর ধারে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে একজন পানিতে পড়ে নিখোঁজ হয়।

খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরুফা সুলতানা বলেন, ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল উদ্ধার অভিযান চালাচ্ছে। খুলনা থেকে আরও একটি ডুবুরিদল রওনা দিয়েছে।

আল-মামুন সাগর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।