ইউপি নির্বাচন : চাঁপাইনবাবগঞ্জে জয়ী আ.লীগের ৮, বিএনপির ১


প্রকাশিত: ০৬:৩৫ এএম, ২৪ এপ্রিল ২০১৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৩টি ও নাচোল উপজেলার ৩টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের ৮ জন, আ.লীগের বিদ্রোহী ৪ জন, জামায়াতের স্বতন্ত্র ৩ জন এবং বিএনপির ১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত এসব চেয়ারম্যানরা হলেন, সদর উপজেলার গোবরতলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে আসজাদুর রহমান মান্নু, বালিয়াডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে মো. তরিকুল, মহারাজপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে মো. এজাবুল হক বুলি, বারঘোরিয়া ইউনিয়নে জামায়াতের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল খায়ের ও সুন্দরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে মো. হাবিবুর রহমান মাস্টার।

এছাড়াও ঝিলিম ইউনিয়নে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে মো. তসিকুল ইসলাম তসি, অনুপনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে সাদেকুল ইসলাম বাচ্চু, রানীহাটিত ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে মো. মহসিন আলী, চরবাগডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহিদ রানা টিপু, শাহজাহানপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে আব্দুস সালাম, দেবীনগর ইউনিয়নে  আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুর রাজ্জাক বিশ্বাস, ইসলামপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্তারুজ্জামান টিপু এবং নারায়নপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. কামাল উদ্দিন হোদা।

অপরদিকে, নাচোল উপজেলার নাচোল ইউনিয়নে জামায়াতের স্বতন্ত্র প্রার্থী মো. এনায়েতুল­াহ, নেজামপুর ইউনিয়নে জামায়াতের স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল হক ও ফতেপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. ইসরাইল হক নির্বাচিত হয়েছেন।

আব্দুল­াহ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।