খাগড়াছড়িতে আ.লীগ ৬ ও ইউপিডিএফ ৩ প্রার্থীর জয়


প্রকাশিত: ০৮:০২ এএম, ২৪ এপ্রিল ২০১৬

পার্বত্য খাগড়াছড়ির ৩২টি ইউনিয়নের মধ্যে অবশিষ্ট ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ. লীগের ৬ জন, স্বতন্ত্র ২ জন, ইউপিডিএফ ৩ জন ও জেএসএস-সংস্কার এর ১ জন নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন, মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের আ.লীগের মো. নজরুল ইসলাম, রামগড় উপজেলার রামগড় ইউনিয়নে শাহ আলম মজুমদার (আ.লীগ), পাতাছড়া ইউনিয়নে মনিন্দ্র ত্রিপুরা (আ.লীগ ), মহালছড়ি উপজেলার মহালছড়ি ইউনিয়নে রতন কুমার শীল (আ.লীগ), মাইসছড়ি ইউনিয়নে সাজাই মারমা (ইউপিডিএফ), মুবাছড়ি ইউনিয়নে বাপ্পী খীসা (জেএসএস-সংস্কার), ক্যায়াঙঘাট ইউনিয়নে বিশ্বজিত চাকমা (ইউপিডিএফ), খাগড়াছড়ি সদর ইউনিয়নে আম্যে মারমা (আ.লীগ), কমলছড়ি ইউনিয়নে সাউপ্রু মারমা (স্বতন্ত্র), গোলাবাড়ী ইউনিয়নে জ্ঞান রঞ্জন ত্রিপুরা (আ.লীগ), পেরাছড়া ইউনিয়নে তপন বিকাশ ত্রিপুরা (ইউপিডিএফ) এবং ভাইবোনছড়া ইউনিয়নে পরিমল ত্রিপুরা (আ.লীগ বিদ্রোহী)।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।