ধলেশ্বরীতে ভাসছিল ইট বাঁধা মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ১২ জুন ২০২৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে ইট বাঁধা বস্তা থেকে ৫০ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ জুন) বিকেলে ফতুল্লার বক্তাবলী ফাঁড়ির নৌ পুলিশ নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

নিহতের শরীরের বিভিন্ন স্থান পঁচে যাওয়ায় তাৎক্ষণিক তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বক্তাবলী ফাড়ির নৌ পুলিশের ইনচার্জ শাহ জালাল জাগো নিউজকে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে রাজা মিয়ার ইটভাটার কাছে ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় ৫০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সঙ্গে বাঁধা দুই বস্তা ভর্তি ইট পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অজ্ঞাত ব্যক্তিকে হত্যা করে মরদেহ গুম করতে বস্তায় ইট ভরে নদীতে ডুবিয়ে দিয়েছিল। আশা করি পরিচয় পাওয়া গেলে হত্যাকারীদেরও শনাক্ত করা যাবে।

মোবাশ্বির শ্রাবণ/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।