কুড়িগ্রামে চোরাচালান মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৪ এএম, ১৩ জুন ২০২৪

চোরাচালানের অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) করা মামলায় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরন মো. ইলিয়াসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১২ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, চোরাচালানের অভিযোগে ২০১২ সালে জামালপুরের দেওয়ানগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করে বিজিবি। সেই মামলায় ওয়ারেন্টমূলে তাকে আজ গ্রেফতার করে রাজিবপুর থানা পুলিশ।

ওসি আশিকুর রহমান বলেন, ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরের পর তাকে আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কুড়িগ্রাম কারাগারে রয়েছেন।

ফজলুল করিম ফারাজী/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।