বরিশালে অটোরিকশা-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৬ জুন ২০২৪

বরিশালের নলছিটিতে অটোরিকশা-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার (১৫ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী।

নিহতরা হলেন ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমাবাদ এলাকার বাসিন্দা অটোরিকশাচালক মো. আলামিন (৩৫) ও পিরোজপুরের দাউদখালি ইউনিয়নের মৃত মফিজ উদ্দিনের ছেলে আলতাফ মুন্সী (৭০)।

জানা গেছে, বরিশাল থেকে ঝালকাঠির উদেশ্যে ছেড়ে আসা একটি অটোরিকশা বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়াপুর নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক আলামিন ও যাত্রী আলতাফ মুন্সী গুরুতর আহত হন।

পরে ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ নিঝুম গুল তাদের আহত অবস্থায় দেখে নিজ গাড়িতে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ওসি মো. মুরাদ আলী জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।