সেনাপ্রধান

প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সেনাবাহিনী আজ আধুনিক-চৌকস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১৯ জুন ২০২৪

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

বুধবার (১৯ জুন) সকালে কুমিল্লা সেনানিবাস পরিদর্শন ও পদবি সেনাসদস্যদের উদ্দেশে বিদায়ী দরবার গ্রহণ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, দায়িত্ব পালনকালে সবার সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। আমার পরবর্তী সময়ে তা মনে রাখবো।

অনুষ্ঠান শেষে সেনাপ্রধানকে ৩৩ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে ফুলসজ্জিত গাড়িতে করে সামরিক রীতিতে বিদায় জানানো হয়। পরে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারযোগে তিনি কুমিল্লা সেনানিবাস ত্যাগ করেন।

অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কুমিল্লা সেনানিবাসের পদবি কর্মকর্তারা, জেসিও, অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।