করতোয়া থেকে দুই হাতের কাটা কবজি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২২ জুন ২০২৪

বগুড়ায় করতোয়া নদী থেকে এক নারীর দুই হাতের কাটা কবজি উদ্ধার করছে পুলিশ। শনিবার (২২ জুন) সকালে শহরের মাটিডালি এলাকা থেকে কবজি দুটি উদ্ধার করা হয়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেদওয়ানুল রহিম জানান, মাটিডালি বাইপাস সড়কের লোহার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে হাতের কবজি দুটি উদ্ধার করা হয়েছে। এলাকার কয়েকজন কিশোর সেখানে একটি পলিথিনের মধ্যে কবজি দুটি ভেসে যেতে দেখে। পরে খবর পেয়ে কবজি দুটি উদ্ধার করে। এ সময় বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করে।

তিনি আরও জানান, কবজি দুটি কোনো এক নারীর। কে বা কারা ওই নারীর হাতের কবজি দুটি কেটে নদীতে ফেলে দিয়েছে। এটি ২-৩ দিন আগের হতে পারে। কার হাতের কবজি সেটি শনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট নেয়া হয়। কবজি দুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।