কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন বিকল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ২২ জুন ২০২৪

কুমিল্লার লালমাই রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে এক নম্বর লেনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

শনিবার (২২ জুন) বিকেল ৫টার দিকে হঠাৎ ট্রেনটি স্টেশনে আটকে পড়ে। সন্ধ্যা সোয়া ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চলাচল স্বাভাবিক হয়নি। বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেনটি গন্তব্যে যাত্রা করবে বলে জানা গেছে।

রেলওয়ের কুমিল্লা অঞ্চলের সাবস্টেশন ইঞ্জিনিয়ার লিয়াকত আলী মজুমদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রেনটি চলন্ত অবস্থায় হঠাৎ দাঁড়িয়ে যায়। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এক নম্বর লেনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিকল্প লাইনে ট্রেন চলাছল স্বাভাবিক রয়েছে। উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। এতে কাজ না হলে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে গন্তব্যে নিয়ে যাওয়ায়ার ব্যবস্থা করা হবে।

জাহিদ পাটোয়ারী/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।