পঞ্চগড়

সেনাবাহিনীর পিয়ন পরিচয়ে টিকিট নিতে গিয়ে যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২৫ জুন ২০২৪

পঞ্চগড় রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর পিয়ন পরিচয়ে টিকিট কাটতে গিয়ে একরামুল হক সম্রাট (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে স্টেশনে টিকিট কাটার সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সাতটি ওয়ারেন্টসহ তাকে আটক করে।

রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সাতটি ওয়ারেন্ট (সেনাবাহিনীর সদস্য ও কর্মকর্তাদের বিনামূল্যে রেলভ্রমণের বিশেষ পাস) নিয়ে আসেন একরামুল হক সম্রাট। তার গতিবিধি সন্দেহ হলে ওয়ারেন্ট যাচাই করে সেখানে তথ্যের গড়মিল পাওয়া যায়। এসময় একটি স্মার্ট ফোন জব্দসহ তাকে আটক করা হয়। একরামুল হক পঞ্চগড় উপজেলা সদরের হাফিজাবাদ ইউনিয়নের যুগভিটা এলাকার আবু আলম হেলালের ছেলে।

এরআগেও ঢাকার কমলাপুর টিকিট কালোবাজারির সময় র‌্যাবের হাতে একরামুল আটক হয়েছিল বলে জানায় আরএনবি কর্মকর্তারা।

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের আরএনবির উপ-পরিদর্শক (এসআই) মাহিদুল ইসলাম বলেন, দুপুরে আটকের পর বিকেলে তাকে রেলওয়ে দিনাজপুর থানায় হস্তান্তরের জন্য পাঠানো হয়। তার বিরুদ্ধে টিকিট কালোবাজারির অভিযোগে মামলা দেওয়া হবে।

সফিকুল আলম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।