অস্ত্র দিয়ে প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৯ জুন ২০২৪
অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক নবী ও দেলোয়ার হোসেন

কিশোরগঞ্জে পাইপগান ও চাইনিজ কুড়াল এবং চাপাতিসহ দুজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২৮ জুন) রাত পৌনে ২টার দিকে সদর উপজেলা কর্শাকড়িয়ালের নতুন বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মো. নবী হোসেন (৪৯) ও মো. দেলোয়ার হোসেন। এরমধ্যে দেলোয়ার পাইপগানের কারিগর।

শনিবার (২৯ জুন) দুপুরে র‌্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির।

তিনি জানান, শুক্রবার র‌্যাবের একটি দল কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার কর্শাকড়িয়াল নতুন বাজার থেকে মনোকর্শা গ্রামগামী পাকা রাস্তায় চেকপোস্ট বসায়। রাত পৌনে ২টার দিকে নবী ও দেলোয়ার হোসেন চেকপোস্টের কাছে এলে তাদের তল্লাশি করে একটি পাইপগান, একটি চাইনিজ কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

অস্ত্র দিয়ে প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ধরা পড়লেন

কমান্ডার মো. আশরাফুল কবির আরও জানান, ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী মো. ওসমান আলীর সঙ্গে বিরোধ চলছিল আটক দুজনের। সেই বিরোধের জের ধরে তারা এসব অস্ত্র দিয়ে ওসমান আলীকে ফাঁসাতে তার বাড়ির দিকে যাচ্ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা এমন তথ্য দেন বলে জানান কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির।

তিনি জানান, দেশীয় পাইপগানটি দেলোয়ার হোসেন নিজে তৈরি করেছেন বলে স্বীকার করেন। আটক আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।

এসকে রাসেল/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।