নরসিংদী

বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৩:৩০ এএম, ০১ জুলাই ২০২৪
ছবি- সংগৃহীত

তিন মাসের ওভারটাইম বিল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। আব্দুল কাদির মোল্লার মালিকানাধীন থার্মেক্স গ্রুপের প্রতিষ্ঠান আদুরী গার্মেন্টসের শ্রমিকেরা এই অবরোধ করেন।

রোববার বিকেলের দিকে শিবপুর উপজেলার বরইতলায় এলাকায় অবরোধ করেন শ্রমিকেরা। ওই সময় প্রায় সাড়ে তিন ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়তে হয় দূরপাল্লার যাত্রীদের।

মহাসড়কে অবস্থান নেওয়া শ্রমিকেরা জানিয়েছেন, তিন মাস ধরে ওভারটাইম (নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ) বিল ও বেতন পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। ঈদের আগেও দেই, দিচ্ছি’ করেও শেষ পর্যন্ত শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি। বকেয়া পরিশোধের দাবি জানালে নানা অজুহাতে শ্রমিকদের ছাঁটাই করা হয়। এর প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, চারটার দিকে শুরু হওয়া এই অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের দুই প্রান্তে অন্তত কয়েক কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। সন্ধ্যা সাতটার দিকে থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লার আশ্বাসে আন্দোলনরত শ্রমিকেরা অবরোধ তুলে নেন। এরপরই ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন সাংবাদিকদের বলেন, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ওই কারখানার শত শত শ্রমিক ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পুলিশ দুই পক্ষের সঙ্গে আলোচনা করেছে। মালিকপক্ষের আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নিয়েছেন।

সঞ্জিত সাহা,নরসিংদী/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।