দেবীগঞ্জে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ০২ জুলাই ২০২৪
ফাইল ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জে নদীতে ডুবে ফজল হোসেন (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

পরিবারের সদস্যরা জানান, ফজল হোসেন চিলাহাটি ইউনিয়নের গুচ্ছগ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে তার ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য বুড়িতিস্তা নদীর পাশে যান। এ সময় তিনি মাথা ঘুরে নদীর পানিতে পড়ে যান। এক পর্যায়ে স্থানীয়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। নদীতে পড়ে তার মৃত্যু হয়েছে।

সফিকুল আলম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।