বন্যার পানিতে নিখোঁজের দুদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ১২:১৩ পিএম, ০৪ জুলাই ২০২৪

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় বন্যার পানিতে ভেসে যাওয়া শিক্ষার্থী কৃতিত্ব চাকমার মরদেহ দুইদিন পর উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে নারিকেল বাগান এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বন্যার পানিতে যে স্থানে কৃতিত্ব চাকমা নিখোঁজ হন সে স্থানে সকালে তার মরদেহ ভেসে ওঠে।

এর আগে বুধবার বন্যার পানিতে ডুবে সুহামনি চাকমা (১১) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠেল চাকমা বলেন, নিহত কৃতিত্ব চাকমা বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং স্থানীয় মিল্টন চাকমার ছেলে।

বাঘাইছড়ির নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, এ মৃত্যু মর্মাহত। নিহত পরিবারের পাশে উপজেলা প্রশাসন থাকবে বলে জানান।

সাইফুল উদ্দীন/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।